মায়ানমার থেকে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বিদেশি সংস্থাগুলো গত ছয় মাসে ১৫০ কোটি টাকা হোটেল বিল দিয়েছে। অথচ ভুক্তভোগী রোহিঙ্গাদের জন্য বরাদ্দের ২৫ শতাংশের বেশি ব্যয় করেনি এই সংস্থাগুলো। আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এদিন এসব তথ্য জানানো হয়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন গঠিত সরকারের আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির আজ প্রথম বৈঠক হল। জানা গিয়েছে, রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বিভিন্ন বিদেশি সংস্থা গত ছয় মাসে ১৫০ কোটি টাকা শুধু হোটেলের বিল দিয়েছে। কিন্তু ভুক্তভোগীদের জন্য বরাদ্দের ২৫ শতাংশের বেশি ব্যয় করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct