ভোট এগিয়ে আসতেই মানুষের ক্ষোভ প্রকাশ শুরু হয়ে গেছে। আর মানুষ সরকারি পরিষেবা ঠিকভাবে না পাওয়ায় এবার নির্বাচনকেই ঢাল করতে শুরু করেছে। দীর্ঘদিন রাস্তা সারানো না হওয়ায় আসন্ন লোকসভা ভোট বয়কটের ডাক দিলেন দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানা এলাকার প্রত্যন্ত গ্রাম ঠাকুরের চক গড়দেওয়ানীরবাসিন্দার। ইতিমধ্যে ভোট বয়কটের দাবিতে এলাকায় পোস্টার পড়েছে।
স্থানীয় গ্রাসবাসীরা জানিয়েছেন, নতুনহাট হইতে তালতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিমি রাস্তা।গ্রামবাসীদের আক্ষেপ বিগত পনেরো কুড়ি বছর রাস্তার ভগ্নদশা।ঠাকুরের চক এই রাস্তাটি খুবই জনবহুল এলাকা।এখানে বহু মানুষের যাতায়াত প্রাত্যহিক।এমন খণ্ডখালা রাস্তার উপর দিয়ে ১৫০টির অধিক মোটর ভ্যান ও ৫০টির অধিক পায়ে ভ্যান রোজ যাতায়াত করে খুবই ঝুঁকির মধ্যে দিয়ে।গড়দেওয়ানীর অঞ্চলের এই ঠাকুরের চকের রাস্তাটির মধ্যে কমপক্ষে দশটি বুথের মানুষের যাতায়াত।রাস্তাটির এমন শোচনীয় অবস্থা, বর্ষা কালে আবার যে রূপ ধারণ করে সেটা আর বলার অবকাশ থাকেনা।রাস্তার কাজ সামান্য শুরু হলেও পুরোটায় বাকি আছে বলা যায়।যেটা শুরু করেছিল সেটা প্রায় তিন বছর আছে।এলাকার বাসিন্দাদের আবেদন তাদের এই রাস্তার কাজ দ্রুত শুরু করা হোক। ভোটের আগে রাস্তা সারাই না হলে লোকসভা ভোট বয়কট করা হবে বলে গ্রাসবাসীরা সাফ জানিয়ে দেন। এভাবে রাস্তা সারাইয়ের দাবিতে ভোট বয়কটের ডাক দেওয়ায় জেলা রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। শাসক দলের পক্ষে খোঁজ নেওয়া শুরু হয়ে গেছে, কেন গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিলেন। এর পিছনে অন্য কোনও দলের উসকানি আছে কিনা তা খতিয়ে দেখছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct