উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বিদ্যুৎ নেই কেন, তার প্রতিবাদে পথ অবরোধের ঘটনা ঘটল মেদিনীপুরের গ্রামে। দীর্ঘ এক মাস লোডশেডিংয়ের কবলে পড়ে আছে লালগড়ের মাঝিপাড়া গ্রাম। ট্রান্সফরমার খারাপ থাকায় লোডশেডিং চলছে। গ্রামবাসীদের অভিযোগ রাজ্য বিদ্যুৎ পর্ষদ বিকাল হওয়া ট্রান্সফরমার সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়েও নয়। টসি ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেন। মেরামতের কোনও রকমের মঙ্গলবার সকাল থেকে লালগড় মেদিনীপুর সড়ক জুড়ে রাস্তা অবরোধ শুরু হয়। পরে লালগড় থানার হস্তক্ষেপের পর অবরোধকারীরা অবরোধ তুলে নেন। স্থানীয় বিদ্যুৎ পর্ষদের কর্মকর্তারা জানিয়েছেন শীঘ্রই নতুন ট্রান্সফরমার লাগানো হবে। তারপর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct