ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ দুর্ঘটনায় ১৫৭ জনের মৃত্যুর পর পৃথিবীর অনেক দেশ বোয়িং ৭৩৭ নিষিদ্ধ করেছে। সেই তালিকায় চলে এল ভারতও। ভারতের অসামরিক বিমান পরিবহণ সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে দেশে সে সমস্ত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান আছে তা আর আজ বিকালে থেকে আকাশে উড়তে পারবে না। এ নিয়ে অসামরিক বিমান পরিবহনের কর্মকর্তারা এক জরুরি বৈঠকে বসছেন।
উল্লেখ্য, লোকসানে চলে স্পাইসজেট এয়ারলাইন্স এর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ১৩টি বিমান রয়েছে। এই বিমানগুলো এখনো চালু রয়েছে। এছাড়া জেট এয়ারলাইন্স এর পাঁচটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান রয়েছে। এগুলো ভারতের আকাশে ওড়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়লে ১৫৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৪ যান ছিলেন ভারতীয়। এই মর্মান্তিক মৃত্যুর পর পৃথিবীর বহু দেশ বোয়িং ৭৩৭ নিষিদ্ধ করতে শুরু করে। ইতিমধ্যে এই বোয়িং ৭৩৭ বিমান
নিষিদ্ধ ঘোষণা করেছে সেসব দেশ তার মধ্যে অন্যতম হল চিন, ফ্রান্স, জার্মানি, ইথিওপিয়া, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর। সেই তালিকায় নতুন সংযোজন ভারত।