ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসা নিয়ে ফের ধাক্কা খেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে দ্বিতীয় বার ভোটাভুটি হয়। তাতে ৩৯১-২৪২ ভোটে হেরে যান থেরেসা মে। দীর্ঘ টানাপোড়েনের পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে বেরিয়ে আসার জন্য খসড়া চুক্তি বা ব্রেক্সিট চূড়ান্ত করেছিলেন মে। কিন্তু তা দ্বিতীয়বার খারিজ হল ব্রিটিশ সংসদে।
ইউরোপীয় ইউনিয়নের জোটে ব্রিটেন থাকবে কিনা সেই প্রশ্নে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ভোটাভুটি হয়। এতে ৩৯১ জন সাংসদ চুক্তিটির বিপক্ষে ভোট দেন। আর পক্ষে ভোট দেন ২৪২ জন। ফলে ১৪৯ ভোটের ব্যবধানে থেরেসা মে'র খসড়া চুক্তির অনুমোদন খারিজ হয়ে যায়।
এর আগে গত ১৬ জানুয়ারি প্রথমবার ব্রেক্সিট নিয়ে ভোটাভুটি হয়। তাতে হেরে যান থেরেসা মে। প্রথম বারের থেকে বেশি ভোট পেয়েও এবার হারতে হল। তাই দ্বিতীয়বার হারার ফলে ব্রেক্সিট নিয়ে ফের অনিশ্চয়তার মুখে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
অবশ্য প্রথমবারের থেকে গতকাল বেশি ভোট পেয়েছিলেন মে।
এই হার নিয়ে থেরেসা মে বলছেন, কোনও চুক্তি ছাড়াই যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে আসা আসা বা ব্রেক্সিট নিয়ে আরও একবার ভোটাভুটি হবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের নিয়ে।
যদিও লেবার পার্টি নেতা জেরেমি করবিন বলছেন, ব্রেক্সিট নিয়ে ভোটাভুটিতে হার হওয়ায় প্রধানমন্ত্রীর উচিত সাধারণ নির্বাচন ঘোষণা করা ব্রিটেনে।