একেই বলে রোনাল্ডো জাদু। হ্যাটট্রিক করে জুভেন্টাসকে একই উৎরে দিলেন। আটকে দিলেন লীগ থেকে ছিটকে যাওয়া থেকে। প্রথম লেগে যে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে তাদের কাছে ২-০ গোলে হেরে অশনি সংকেত দেখছিল, ফিরতি লেগে তাদেরকে ৩-০ গোলে হারিয়ে হাঁফ ছেড়ে বাঁচল জুভেন্টাস। আর এর নায়ক সেই রোনাল্ডো। বড় ব্যবধানে না জিতলে আশঙ্কা ছিল চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যেতে হবে জুভেন্টাসকে। সে যাত্রায় সফল । এর একমাত্র কারিগর রোনাল্ডো। অ্যাটলেটিকোর ডিফেন্স ইউরোপের অন্যতম সেরা বলে বিবেচিত। প্রথম লেগে তার প্রমাণ মিলেছে।
এই ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের হয়ে রোনাল্ডো গোল করেছেন মাত্র একটি।কিন্তু এই চ্যাম্পিয়নস লিগের রোনাল্ডো বেশ উজ্জ্বল। ত8নি যে কিংবদন্তি তা ফের প্রমাণ দিলেন। রোনাল্ডো হ্যাটট্রিকে প্রথম লেগ হেরেও এবার জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে জুভেন্টাস।
উল্লেখ্য, ২০১৫-১৬ চ্যাম্পিয়নস লিগের মৌসুমে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদে থাকাকালীন একই ঘটনা ঘটিয়েছিলেন রোনাল্ডো। সে সময় ভলফ্সবুর্গের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলের ব্যবধানে হেরেও দ্বিতীয় লেগে রোনাল্ডোর হ্যাটট্রিকে সেমিফাইনালে উঠেছিল রিয়াল। সেবার অ্যাটলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল রিয়াল মাদ্রিদ। তিন বছর পর সেই রোনাল্ডো একই ভেলকি দেখালেন।
মঙ্গলবার রাতে তুরিনে ফিরতি লেগে ঘরের মাঠে রোনাল্ডো হ্যাটট্রিক করে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে জেতালেন জুভেন্টাসকে। আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ হারল রোনাল্ডোর কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct