আপনার সঙ্গী যদি আপনার বিশ্বাস ভঙ্গ করে, তাতে আপনি নিশ্চিতভাবে অনেক কষ্ট পাবেন। সত্যি বলতে, যেকোন সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসই প্রধান। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সঙ্গী যদি বিশ্বাস ভঙ্গ করে তাহলে কি তাকে আবারও একবার সুযোগ দেওয়া যাবে? সম্পর্ক আবার জোড়া লাগানো যায়? এর সঠিক কোনও উত্তর না থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর সমীকরণ বদলে যায়। তখন কিছুই অসম্ভব নয়।যদি আপনি চান তাহলে যেকোন সম্পর্কই আবার জোড়া লাগানো যেতে পারে। সবটাই আপনার ওপরই। তবে তার আগে বিশেষ কিছু বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। জেনে নিন সেই বিষয়গুলি।
১. আপনার সঙ্গী যদি নিজের ভুল স্বীকার করে, তাহলে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করুন।তাকে জানান তার ব্যবহারে আপনি কতটা কষ্ট পেয়েছেন । সঙ্গী কেন আপনার সঙ্গে এমন করেছে তা নিয়ে খোলাখুলি কথা বলুন।
২. বিশ্বাস ভঙ্গ করলে তাকে ক্ষমা করা খুবই কঠিন কাজ। কিন্তু একমাত্র ক্ষমা সম্পর্ক আবারও সহজ করে দিতে পারে। সঙ্গীকে ক্ষমা করুন এবং তার নিজেকে ক্ষমা করার সুযোগ দিন। ক্ষমা করা মানেই হচ্ছে তাকে গ্রহণ করার মানসিকতা।
৩. আপনি নিজের সঙ্গীকে জানান, আপনাদের সম্পর্ক থেকে আপনি কি চান। সঙ্গীকে বলুন কিভাবে আপনার বিশ্বাস নষ্ট হয়েছে তার প্রতি ।নতুন করে সম্পর্ক তৈরি করতে কি চান সেটাও তাকে স্পষ্ট করে জানিয়ে দিন।
৪. সম্পর্ক টিকিয়ে রাখতে কখনও তৃতীয় কোনও ব্যক্তির সাহায্য লাগে।তবে এই তৃতীয় ব্যক্তি যাতে নিরপেক্ষ হয় সেদিকে লক্ষ্য রাখুন। সবচেয়ে ভাল হয় যদি কোনও পেশাদার কাউন্সিলারের সঙ্গে কথা বলেন। সঙ্গী আপনাকে কতটা কষ্ট দিয়েছে তা কাউন্সিলারের সঙ্গে খোলাখুলি বলুন। এতে আপনরা মন অনেকটাই হালকা হয়ে যাবে।
৫. বাস্তবে সম্পর্ক একবার ভেঙে গেলে তা জোড়া লাগানো বেশ কঠিন, যদি আপনার আবেগগুলো বের করে না দেন। নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করুন। নিজেকে বা সঙ্গীকে দোষারোপ না করে নিজের মনে আসা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করুন।
৬. আপনি নতুন করে সম্পর্ক গড়ার জন্য দুপক্ষের আচরণই গুরুত্বপূর্ণ। দুজনের মধ্যে যদি ভালোবাসা থাকে, থাকলে ভুল বোঝাবুঝিটা যে কারণেই হোক তা একসময ঠিক হয়ে যাবে। এজন্য দুজনকেই এগিয়ে আসতে হবে। অতীত ভুলে একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে নজর দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct