শতাব্দী এক্সপ্রেসের এসি বিকল হওয়াই আজ বোলপুর স্টেশনে যাত্রীরা দীর্ঘক্ষন বিক্ষোভ দেখান। যাত্রীরা জানান হাওড়া স্টেশনে থেকে ট্রেন ছাড়ার সময়েই একটি কোচের এসি বিকল ছিল। বিষয়টি তৎক্ষণাৎ কোচ এটেনডেন্ট কে জানানো হয়। আড়াই ঘন্টা কেটে গেলেও কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনায় বোলপুর স্টেশনে ট্রেন এসে থামতেই যাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে যায় হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস।
পরিস্হিতি খারাপ দেখে স্টেশন মাস্টার এসে আশ্বাস দেওয়ার পর ট্রেন তার গন্তব্যে রওনা দেয়। রেল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় পরবর্তী স্টেশন আশার মধ্যেই এই সমস্যার সমাধান করে দেয়া হবে। রেল কতৃপক্ষের আশ্বাসের পর যাত্রীরা ট্রেনে উঠে যান। ট্রেন রওনা দেয় তার গন্তব্যে। বিকল থাকা এসি কোচের যাত্রী অর্ঘ্য বারিক জানান, হাওড়া থেকে গাড়ি ছাড়ার পরই এসি খারাপ হয়। দীর্ঘক্ষন এসি বিকল হাওয়া বাতাসেরও প্রবেশ না করার ফলে কয়েক জন যাত্রী অসুস্হ্য হয়ে পড়েন। তাই আমরা বোলপুর স্টেশনে এই ঘটনার প্রতিবাদ জানাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct