জম্মু ও কাশ্মিরে গত ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফদের ওপর জঙ্গিদের আত্মঘাতী হামলার প্রতিশোধ নিতে ভারতও পাল্টা পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়েছিল। আগামী লোকসভা নির্বাচনের আগে ওই এয়ার স্ট্রাইক নরেন্দ্র মোদিকে বিশেষ লাভবান করবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এক সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০১৯ সালের লোকসভা নিবাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বলা হচ্ছে, বালাকোটে বিমান হামলার পর রাজনৈতিকভাবে কিছুটা সুবিধা পাবে বিজেপি। তবে সেই সুবিধা খুব বেশি নয়। ৫৪৩ আসনের লোকসভা নির্বাচন শুরু ১১ এপ্রিল থেকে। চলবে ৭ দফায় ১৯ মে পর্যন্ত। আর ভোটের ফল প্রকাশ হবে ২৩ মে। এবিপি নিউজ ও সি-ভোটারের এক সমীক্ষায় বলা হয়েছে, এবারের নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তবে সরকার গঠনের সুযোগ থাকছে তাদের। বালাকোট জঙ্গি হামলার ঘটনায় খুব বেশি সুযোগ পাচ্ছে না বিজেপি। এতে কিছু আসন হয়তো বাড়তে পারে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ২৬৪টি আসন। সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন। দেশের মোট ৫১ হাজার ভোটারের মধ্যে এই সমীক্ষা চালানো হয়। আরও একটি সমীক্ষায় জানা গিয়েছে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে পেতে পারে ২২০টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১৪১টি। পাশাপাশি মমতা, চন্দ্রবাবু নাইডু, অখিলেশ যাদব, মায়াবতী, অরবিন্দ কেজরিওয়ালের দলসহ তাদের জোটে থাকা ২৩টি দল পেতে পারে ১৩৮টি আসন। ফলে এ তিনটি জোটের কারও পক্ষে সরকার গড়ার প্রয়োজনীয় আসন না থাকলেও জোট করে সরকার গড়ার সম্ভাবনা বেশি থাকছে এনডিএর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct