মানজীবন সহজ করতে প্রতিদিনই বাজারে আসছে নিত্য নতুন প্রযুক্তি। সেই ধারাবাহিকতায় জায়গা করে নিল ঘরের সিলিং ফ্যান। এই অ্যাপ মোবাইল ফোনে ডাউনলোড করলে তা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে ফ্যানকে। এটি ঘরের তাপমাত্রা বুঝে প্রয়োজন অনুযায়ী গতিতে ঘুরবে। নতুন এ ফ্যান ইতিমধ্যে ভারতের বাজারে এনেছে ওটোমেট ইন্টারন্যাশনাল।সংস্থা লাভা ব্রান্ডের স্মার্টফোনের মধ্যে রয়েছে একটি কোয়ালকম চিপসেট। যা অ্যাপের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে আবার ঘরের তাপমাত্র বুঝতে পারে। অন্যান্য ফ্যানের মতো পাঁচটি ধাপে নয়, নিজের খুশি মতো এই ফ্যান অ্যাডজাস্ট করা যাবে। ওটোমেট স্মাট অ্যাপ থেকে এই ফ্যান নিয়ন্ত্রণ করা যাবে। আপাতত অ্যানড্রোয়েড ডিভাইসে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। এই স্মার্ট সিলিং ফ্যানে রয়েছে ‘ব্রিজ মোড’ আর ‘টার্বো মোড’। ‘ব্রিজ মোড’-এ মিলবে আরামদায়ক বাতাস আর ‘টার্বো মোড’-এ সর্বোচ্চ গতিতে ঘুরবে এই ফ্যান।