আজ মঙ্গলবার বিকালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃনমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছেন। ওই তালিকায বাদ পড়েছেন বিগত ৮ সাংসদ। সব মিলিয়ে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের ৪২ জনের তালিকায় স্থান পেয়েছেন আটজন মুসলিম। তার মধ্যে পাঁচজন মহিলা। এবার নানা কারণে যেসব তৃণমূল সাংসদদের টিকিট মেলেনি তাদের অনেককে আবার বিধানসভার উপনির্বাচনে প্রর্থী করা হয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ইদরিস আলি। বসিরহাটে ইদরিস আলি ও প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলামের গোষ্ঠী দ্বন্দ্ব ঠেকাতে সেখানে প্রা্থী করা হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী নুসরত জাহান। তবে সবচেয়ে চমক রাজ্যের বিশিষ্ট মন্ত্রী ও ডাকসাইটে নেতা সুব্রত মুখোপাধ্যায়। তাকে তৃণমূল প্রার্থী করা হয়েছে বাঁকুড়া থেকে।আর মুনমুন সেনকে প্রার্থী করা হয়েছে আসানসোলে। বোলপুরের সাংসদ অনুপম হাজরা বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে প্রার্থী করা হয়েছে স্থানীয় নেতা অসিত মালকে।
তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা
দার্জিলিং: অমর সিংহ রাই
কোচবিহার: পরেশচন্দ্র অধিকারী
জলপাইগুড়ি: বিজয়চন্দ্র বর্মণ
আলিপুরদুয়ার: দশরথ তিরকে
রায়গঞ্জ: কানাইয়ালাল অগ্রবাল
বালুরঘাট: অর্পিতা ঘোষ
মুর্শিদাবাদ: আবু তাহের
জঙ্গিপুর: খলিলুর রহমান
বহরমপুর: অপূর্ব সরকার
কৃষ্ণনগর: মহুয়া মৈত্র
রানাঘাট: রূপালি বিশ্বাস
বনগাঁ: মমতাবালা ঠাকুর
বসিরহাট: নুসরত জাহান
বারাসত: কাকলি ঘোষ দস্তিদার
ব্যারাকপুর: দীনেশ ত্রিবেদী
দমদম: সৌগত রায়
হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া: সাজদা আহমেদ
শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি: রত্না দে নাগ
আরামবাগ: অপরূপা পোদ্দার (আফরিন আলি)
কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়
কলকাতা দক্ষিণ: মালা রায়
যাদবপুর: মিমি চক্রবর্তী
ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়
জয়নগর:প্রতিমা মণ্ডল
মথুরাপুর: চৌধুরী মোহন জাটুয়া
মেদিনীপুর: মানস ভুঁইয়া
তমলুক: দিব্যেন্দু অধিকারী
ঘাটাল: দীপক অধিকারী (দেব)
ঝাড়গ্রাম: বীরবাহা সরেন
পুরুলিয়া: মৃগাঙ্ক মাহাতো
বিষ্ণুপুর: শ্যামল সাঁতরা
বাঁকুড়া: সুব্রত মুখোপাধ্যায়
আসানসোল: মুনমুন সেন
বর্ধমান-দুর্গাপুর: মুমতাজ সংঘমিতা
বর্ধমান পূর্ব: সুনীল মণ্ডল
বীরভূম: শতাব্দী রায়
বোলপুর: অসিত মাল
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct