গুজরাটে পতিদার সম্প্রদায়ের ব্যাপক প্রভাব রয়েছে। পিছিয়ে পড়া শ্রেণি হিসাবে সেখানে পতিদাররা সর্বজন স্বীকৃত। তাই পশ্চাদপদ জাতি হিসেবে বাড়ে বাড়ে সংরক্ষরণের দাবি উঠেছে। আর সেই আন্দোলনের মুখে হিয়ে উঠেছেন গুজরাটি তরুণ হার্দিক প্যাটেল। গুজরাটে বিজেপি সরকারের বিরুদ্ধে হার্দিক প্যাটেলের পতিদারদের জন্য সংরক্ষণ আন্দোলন বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে হার্দিক প্যাটেলকে গ্রেফতারও করতে হয়। সেই থেকে বিজেপি বিরোধী মুখ হিসেবে পরিচিত হার্দিক প্যাটেল। পতিদারদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা। সেটাকে ঢাল করতে কংগ্রেস নেমে পড়েছে। সূত্রের খবর, গুজরাটে হার্দিক প্যাটেলকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ক্ষমতায় আসতে চায় কংগ্রেস। তাই সেই প্রস্তাবে রাজি হয়ে যান হার্দিক প্যাটেল। আর তাই তিনি কংগ্রেসে যোগ দিতে মনস্থ হয়েছেন। আজই যোগ দিচ্ছেন কংগ্রেসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct