বারমুডা ট্রায়াঙ্গেল আবার খবরের শিরোনামে। এমনিতেই বারমুডা ট্রায়াঙ্গেল মানেই রহস্য ব্যাপার। কারণ, হল অদৃশ্য কারণেই সেখান দিয়ে গেলেই উধাও হয়ে যায় মানুষ বা জাহাজ। দিন তিনেক আগে তিনজন যাত্রী নিয়ে ফের বারমুডা ট্রায়াঙ্গেলের উপরে রহস্যজনকভাবে হারিয়ে গেল একটি বিমান। নিখোঁজের ত্রিশ ঘণ্টা পেরিয়ে গেলেও যাত্রীদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে হারিয়ে যাওয়া ছোট বিমানটির কিছু ধ্বংসাবশেষ পেয়েছে উদ্ধারকারী দল।
ওই বিমানের তিন যাত্রীর মধ্যে দুই জন শিশু রয়েছে। যাদের বয়স দুই ও তিন বছর। বিমানটি চালাচ্ছিলেন ৫২ বছর বয়সী এক পাইলট। সময় যতই যাচ্ছে, ততই নিখোঁজ যাত্রীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে যাচ্ছে।
গত সোমবার পুয়ের্তো রিকো থেকে সেন্ট্রাল ফ্লোরিডার উদ্দেশে রওনা দিয়েছিল এই ছোট বিমানটি। নিউ ইয়র্কের একটি নামকরা ইভেন্ট প্ল্যানিং ফার্ম-এর সিইও জেনিফার ব্লুমিন তার দুই শিশুপুত্রকে নিয়ে বিমানে রওনা দিয়েছিলেন।
মার্কিন কোস্ট গার্ড-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই রহস্যজনকভাবে বিমানটি হারিয়ে যায়। এর পরে প্রায় ৮২০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিমান এবং যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু হয়। দীর্ঘ তল্লাশির পরে বাহামাসের এলিউথেরা থেকে পূর্বদিকে প্রায় ১৫ মাইল দূরে নিখোঁজ বিমানটির মতো একই ধরনের ছোট বিমানের কিছু যন্ত্রাংশ দেখতে পান উদ্ধারকারীরা।
মায়ামির এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয়েছে, বিমানটি ওড়ার তিন ঘণ্টার মধ্যেই সেটির সঙ্গে তাদের রাডার এবং রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মার্কিন কোস্টগার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, যে সময়ে বিমানটি ওই এলাকা দিয়ে উড়ে যাচ্ছিল, তখন সেখানকার আবহাওয়াও প্রতিকূল ছিল না। সবমিলিয়ে, ফের একবার বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য মাথাচাড়া দিয়ে উঠল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct