কাশ্মীরের মানুষদের ওপর ভারতীর বাহিনীর নির্যাতনের খবর প্রকাশ করার জন্য এদিন কাশ্মীরের দুটি প্রথমশ্রেনির সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেওয়া হল। তার প্রতিবাদে এদিন সেখানকার বাকি প্রথমশ্রেনির সংবাদপত্র তাদের প্রথম পাতা খালি রেখে প্রকাশ করলো।সরকারের চাপে বন্ধ হয়ে যাওয়া দুটি পত্রিকার নাম 'গ্রেটার কাশ্মীর' ও 'কাশ্মীর রিডার্স'।কাশ্মীরের জনপ্রিয় এই দুটি পত্রিকার প্রকাশনা বন্ধের প্রতিবাদে কাশ্মীর মনিটর, কাশ্মীর অবজার্ভসহ কাশ্মীরের প্রধান সংবাদমাধ্যগুলো আজ তাদের প্রথম পাতা খালি রেখেছে।কাশ্মীর থেকে প্রকাশিত ছোট-বড় সব পত্রিকাগুলো এ প্রতিবাদে সামিল হয়েছিল। পুলওয়ামা হামলার পর থেকে কাশ্মীরের মিডিয়াগুলির ওপর সরকারের নিয়ন্ত্রণ আগের চেয়ে কয়েকগুণে বেড়েছে বলে অভিযোগ উঠছে। এ বিষয়ে কাশ্মীর এডিটর গিল্ড দেশের তথ্য মন্ত্রণালয়ের এমন হস্তক্ষেপের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, তথ্যপ্রযুক্তির এ সময়ে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা কোনো গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct