আগামী ২০২২ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক কাতার। সুষ্ঠুভাবে তা আয়োজনের জন্য তারা এখন পুরোদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ফিফা মরু অঞ্চলের এই দেশটিকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার পরই অনেক বিতর্ক চলছিল। কাতার কী প্রচন্ড গরমের মধ্যে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে সমর্থ হবে? অংশগ্রহণকারী দেশগুলো, তাদের টিম ম্যানেজমেন্ট, সমর্থক ও অন্যান্য অতিথির জন্য কী কী সুযোগ-সুবিধা থাকবে? যেহেতু মুসলিমপ্রধান দেশ, তাই একটি প্রশ্নই সবত্র ঘুরপাক খাচ্ছিলো। সেখানে কী অ্যালকোহল পান করা যাবে ? শেষ পর্যন্ত আয়োজক দেশটির পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, বিশ্বকাপ চলাকালিন কাতারে অ্যালকোহল (মদ) পান বৈধ থাকবে। ২০২২ সালে কাতারের বিশকাপ আয়োজক কমিটির সম্প্রতি নিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপে অতিথিদের দেখভাল করা, তাদের খাবার-দাবার, পানীয়সহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কাতারের পক্ষ থেকে একটি ‘সুপ্রিম কমিটি’ গঠন করা হয়েছে। আতিথ্য ও বিনোদনের ব্যবস্থাপনার দিক থেকে কাতার অবিস্মরণীয় এক বিশ্বকাপ আয়োজন করবে। কাতারে অ্যালকোহল বৈধ হলেও সেটা সংগ্রহ ও পান করা খুবই কষ্টসাধ্য। কিন্তু বিশ্বকাপে অনেকেই আসবে, অ্যালকোহল পান যাদের সংস্কৃতির একটা অংশ। আমরা বলতে চাই, আতিথ্য আমাদের ডিএনএতে রয়েছে। তাই বিশ্বকাপে এদের কথা ভেবে কিছু নির্দিষ্ট জায়গায় অ্যালকোহল পানের ব্যবস্থা করব আমরা।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct