গোয়ায় ভেঙে পড়ল একটি স্টিলের সেতু। জুয়ারি নদীর উপর সেতুটি ভেঙে পড়ায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। পানাজি থেকে ৬০ কিমি দূরে সানভোরদেম-এ একটি পুরনো সেতুর লাগোয়া এই স্টিলের সেতুটি বৃহস্পতিবার রাতে ভেঙে পড়ে। গভীর রাতে একজনের মৃতদেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দফতর। ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠে এলেও, অনেকেই স্রোতের টানে ভেসে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয় কিছু মানুষ দুর্গতদের বাঁচাতে নদীতে নামলে তাদের মধ্যে বেশ কয়েকজনও স্রোতের সঙ্গে পাল্লা দিতে পারেননি। এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী।
গোটা ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে এনেছেন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। গোয়ার পূর্তমন্ত্রী রামকৃষ্ণ সুদিন দাভালিকর জানিয়েছেন, সেতুর জীর্ণ অবস্থার কারণে তার গায়ে লিখে দেয়া হয়েছিল মানুষ যাতে সেটি ব্যবহার না করেন। তবে সেই সতর্কবার্তা না মানার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct