বেজে গেল লোকসভা ভোটের বাদ্যি। আজ রোববার বিকালে দিল্লির বিজ্ঞানে ভবনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এক সাংবাদিক সম্মেলন করে জানালেন ২০১৯ সালের লোকসভা ভোটের দিনক্ষণ। ২০১৯ লোকসভা ভোটের সঙ্গে অনুষ্ঠিত হবে চার রাজ্যের বিধানসভা ভোট। এবার মোট ভোটারের সংখ্যা ৯০ কোটি।১০ লক্ষ পুলিশ থানা। প্রতিটি বুথে থাকবে ভিভিপ্যাড মেশিন।আজ রোববার থেকেই চালু নির্বাচন বিধি।ইভিএমে থাকবে প্রার্থীদের ছবি।থাকবে ভিডিওগ্র্যাফির ব্যবস্থা।প্রার্থীদের ভোটের খরচ জানাতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে তার জন্য অনুমতি নিতে হবে।
এবারের লোকসভার নির্বাচন হবে মোট ৭ দফায়। প্রথম দফার নির্বাচন হবে ১১ এপ্রিল, দ্বিতীয় দফা ১৮ এপ্রিল, তৃতীয় দফা ২৩ এপ্রিল, চতুর্থ দফা ২৯ এপ্রিল, পঞ্চম দফা ৬ মে, ষষ্ঠ দফা ১২ মে, সপ্তম দফা ১৯ মে। ভোটের ফলাফল প্রকাশিত হবে ২৩ মে।