স্প্যানিশ লা লিগায় মেসি জাদুতে ফের জয় পেল বার্সেলোনা। তবে মেডির জাদুকে সহায়তা করেছেন আর এক তারকা ফুটবলার সুয়ারেজ। প্রথমে পিছিয়ে থেকেও দুর্দান্ত জয়ে ফিরল বার্সেলোনা। ভায়েকানোর বিপক্ষে ৩-১ গোলে জয়ী হয়েছে তারা। ম্যাচের ২৪তম মিনিটের মাথায় গোল স্প্যানিয়াড ফরোয়ার্ড রাউল থমাস গোল করে ভায়েকানোকে এগিয়ে দেন। তবে ম্যাচের ৩৮তম মিনিটে গোলটি শোধ করেন জেরার্ড পিকে। লিওনেল মেসির ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে সমতা ফেরান ডিফেন্ডার পিকে। বিরতির পর পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদো ডি-বক্সে ফাউলের শিকার হয়। পরে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় কাতালানরা। ম্যাচের ৫১ তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ২-১ তে এগিয়ে দেন মেসি। এ নিয়ে চলতি লীগে সর্বোচ্চ ২৬তম গোল করলেন মেসি। ম্যাচের ৮২ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি গোল এখন সুয়ারেজের দখলে। এই জয়ে কোন দলকে টানা হারানোর রেকর্ড গড়ল বার্সালোনা এ নিয়ে টানা ১৩বার ভায়েকানোকে হারাল তারা। এর ফলে ২৭ ম্যাচ খেলে ১৯টি জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বার্সেলোনা।