শুক্রবার ইরানে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ। বর্তমান প্রেসিডেন্ট হাসান রোহানি ফের ক্ষমতায় থাকবেন কিনা তার পরীক্ষা চলছে।
বর্তমান প্রেসিডেন্ট ৬৮ বছর বয়স্ক হাসান রুহানির সঙ্গে প্রতিদ্বন্দ্বী ৫৬ বছর বয়সি ইবরাহিম রাইসি।এরাই মূল প্রতিদ্বন্দ্বী।বর্তমানে আন্তর্জাতিক সমাজের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করায় ইরানের উপর অনেক নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। সেই সন্ধিক্ষণে এই প্রেসিডেন্ট নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।এরা দুজন ছাড়াও দুই সম্ভাবনাময় প্রার্থী ছাড়াও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংস্কারপন্থি নেতা মোস্তাফা হাশেমিতাবা এবং প্রাক্তন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মোস্তাফা মীরসালিম। উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে ইরানে সব প্রেসিডেন্টই দ্বিতীয় বার পুনর্নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে দেখার রুহানি ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন কিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct