আজ বিকালেই ৫৪৫ লোকসভা আসনে ভোটের দিন ঘোষণা। কিন্তু পশ্চিমবাংলার কত দফায় ভোট হবে তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলছে। একদিকে দেশের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে প্রচুর বাহিনী নামানো হয়েছে। তার উপর মাওবাদী তৎপরতা দমনে বহু কেন্দ্রীয় বাহিনী নিয়োজিত। তাই বাহীন8 সংকটে পারে এ রাজ্যে রেকর্ড সংখ্যক দফায় ভোট হতে পারে। যেহেতু রাজ্য বিজেপি আগেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি জানিয়েছে তাই অমিত শাহের ইচ্ছাও তাই ছিল বলে বিজেপি সূত্রে খবর। কিছুদিন আগে নাকি অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেছেন। তাতে কি কৌশল নেওয়া হবে তা নাকি জানিয়েছেন মুকুল রায়।মুকুলের সুপারিশ মতো কেন্দ্রীয় বিজেপি কমপক্ষে সাত দফায় ভোট চাইছে। আরো বেশি দফায় ভোট হকে বিজেপি ফায়দা পাবে এই সম্ভাবনাকে মাথায় রেখে তারা নাকি নির্বাচন কমিশনের কাছে আবেদন রেখেছে। অভিযোগ করেছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে।
সূত্র আরো জানিয়েছে, বিজেপি চাইছে পুরুলিয়া ও জঙ্গলমহলে আগে ভোট না করে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে হোক। তাহলে কোনো ভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করতে পারলে তাদের ফায়দা হবে। এ জন্য মুর্শিদাবাদ জেলায় কমপক্ষে দু দফায় ভোটের পক্ষে বিজেপি বলে জানা গেছে।
তবে বিজেপি চাইছে পুরুলিয়া, জঙ্গল মহলে একই দিনে ভোট হোক। যদিও আজ বিকালে পাঁচটায় তা বোঝা যাবে কত দফায় ভোট হচ্ছে এ রাজ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct