ছুটির দিনকেই আগামী লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে বেছে নীল নির্বাচন কমিশন। আজ রোববার বিকাল পাঁচটা নাগাদ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। শুধু লোকসভা নির্বাচনে নয়, একই সঙ্গে চার রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনও ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ২০১৪ সালে ৫ মার্চ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হলেও এবার একই দিনে করা হচ্ছে না। তাই ১০ মার্চ ছুটির দিনকেই বেছে নেওয়া হয়েছে। এর ফলে দেশের ৫৪৫টি লোকসভা আসনে কবে ভোট হবে তার জন্য বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সূত্র জানিয়েছে, পশ্চিমবাংলা সহ বেশ কিছু রাজ্যে বেশ কয়েক দফায় লোকসভা ভোট হবে। এ রাজ্যে ৫ থেকে সাত দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct