ছাগল বললে এবারে তাকে অপমানই করা হয়। কারণ সে ছাগল এবার উত্তর আমেরিকার ছোট্ট শহর ফেয়ার হেভেনের গণভোটের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়েছে। ফেয়ার হেভেনে এই মেয়র নির্বাচনের গণভোট হয়। মেয়র পদের জন্য প্রার্থী ছিল মোট ১৬ জন। তারা অবশ্য কেউই মানুষ নন। ছাগল, কুকুর, বিড়ালের মতো পোষা প্রাণীদের মধ্যেই এই নির্বাচন হয়। শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল স্যামি নামে এক কুকুর। তাকে ৩ ভোটে হারিয়ে দেয় ওই ছাগলটি। নব নির্বাচিত মেয়রের নাম লিঙ্কন। ২৫০০ লোকের বাস ভারমন্ট শহরে। এতদিন কোনও মেয়র ছিলনা সেখানে। টাউন ম্যানেজার হিসাবে একজন ছিলেন। তিনিই এতদিন শহরের দেখভাল করতেন। এবার থেকে আগামী এক বছরের জন্য এই ছাগলের হাতেই ভারমন্ট শহরের উন্নয়নের দায়িত্ব নির্ভর করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct