অফিসের ডিউটি করেন কখনও দিনে, কখনও রাতে। দিনের একটা সময় যায় সমাজসেবায়। আর বাকী সময় নিজের দোতলা ছাদেই সবজি চাষ করছেন সিউড়ীর ৫ নং ওর্য়াড সোনাতোড় পাড়ার বাসিন্দা, প্রাক্তন পৌর-কাউন্সিলার মহম্মদ ইয়াসীন আক্তার।। তাও আবার শুধু শখের নয়। নিজের ছাদে চাষ করা সবজিতেই চলো সংসারের রান্নাবান্না। বাজার মুখো এক রকম হতে হয় না।
তার বাড়ীর ছাদে মুলো, পিয়াঁজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পোনকা শাক, সিম সব রকম সবজির চাষই হয়। এবং সেই সবজিদিয়ে সংসারের স্ত্রী, কন্যা সহ সকলের দুবেলা খাবারের জন্য যেমন পর্যাপ্ত তেমনি বন্ধু বান্ধবদেরও দিয়ে থাকেন নিজের চাষ করা ফসল। মহম্মদ ইয়াসিন আক্তার বলেন, আগে বাড়ীর ছাদে ফুল চাষ করতাম। ফুলে জল দেবার সময় গিন্নী বললেন তারাতারী বাজারে যাও সবজি আনতে হবে। তখনই মাথায় এলো সবজি কিনতে বাজারে কেন যাব। ফুলের মতো এখানেও তো সবজি চাষ করা যেতে পারে। সেই ভাবনা থেকেই নিজ বাড়ীর ছাদে সবজি চাষ শুরু করেন মহম্মদ ইয়াসীন সাহেব। তার সবজি চাষের কথা বলতে গিয়ে বলেন, বাজারে যে সবজি পাওয়া যায় সবই তো রাসায়নিক সার, বিষ প্রয়োগ করে ও কৃত্রিম ভাবে চাষ করে বড় করা হয়। যা শরীরের পক্ষেও ক্ষতিকর। আমি কোন রাসায়নিক সার, বিষ প্রয়োগ করি না। নিজের প্রয়োজন মতো চাষ করছি নিজ হাতে। ছাদের উপর মাটি দিয়ে, তার সঙ্গে গোবর সহ জৈব সার মিশিয়ে চাষ করা হয়। তাতে ফলনও ভালো হয়। জেলা সদর শহরের মধ্যে বাস স্ট্যান্ড মাদ্রাসা রোডে মহম্মদ ইয়াসীন আক্তারের বাড়ী। তার ছাদের সবজি চাষ এক অভিনব ভাবনা। যা তার শখ ও প্রয়োজন দুইই মেটায়। তার বাড়ীর ছাদের চাষ দেখতেও আসেন অনেকে।