আপনজন ডেস্ক: সদ্য অ্যাপল তাদের নতুন মডেলের মোবাইল লঞ্চ করেছে। তার মধ্যে শোনা যাচ্ছে, অ্যাপেল তাদের নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৬’ আনার পরপরই আইফোনের ব্যাটারি দ্রুত খরচ হয়ে যাচ্ছে।একই সঙ্গে এতে ক্যামেরা কাঁপা, কপি-পেস্টের সমস্যা ও পর্দা কালো হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অনেকটা বাধ্য হয়েই আইওএস ১৬-এর হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। এরপরেও নতুন করে আইওএস ১৬ তে ভয়ানক ত্রুটির সন্ধান মিলেছে। আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে ‘মেইলজ্যাক’নামের ত্রুটি শনাক্ত করেছে ইকুইনাক্স নামের একটি সফটওয়ার সংস্থা । নিজেদের তৈরি ভিপিএন ট্র্যাকারের মাধ্যমে এ ত্রুটির সন্ধান পেয়েছে তারা। তারা দাবি করছে, এই ত্রুটি কাজে লাগিয়ে অপরিচিত ঠিকানা থেকে আকারে বড় ই-মেইল পাঠিয়ে সহজেই আইফোন ও আইপ্যাডের ই-মেইল অ্যাপ অকার্যকর করা যায়। ফলে আইফোন বা আইপ্যাড থেকে ই-মেইল অ্যাপ ব্যবহার করতে পারেন না ব্যবহারকারীরা। এসব ই-মেলে বিশেষ ধরনের কোডযুক্ত বার্তা ব্যবহার করায় এ সমস্যা হয়। নতুন আইওএসে চাইলেই মুছে ফেলা যায় না ই-মেলগুলো। ফলে যেকোনো মুহূর্তে সাইবার হামলার কবলে পড়তে পারেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা। তাদের তথ্য মতে, আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে না মিললেও আগের সংস্করণগুলোতে চলা আইফোন ও আইপ্যাড থেকে সন্দেহজনক ই-মেইলগুলো সহজেই মুছে ফেলা যায়। আইওএস ১৬-তে এ সমস্যা দূর না হওয়া পর্যন্ত পুরোনো অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও আইপ্যাড ব্যবহার করে সন্দেহজনক ই-মেলগুলো মুছে ফেলার পরামর্শ দিয়েছে তারা।
নতুন এই সুবিধের ফলে গুগল ম্যাপের সাহায্যে সহজে পৌঁছে যাবেন গন্তব্যে অবশেষে নতুন একটি সুবিধা সংযোজন করেছে গুগল ম্যাপ । তাতে স্মার্টফোন থেকে দ্রুত সময়ের মধ্যে গন্তব্য খুঁজে বের করা। ও সেখানে পৌঁছানো সম্ভব হবে। অনেক সময়ই দেখা যায়, আপনার গুগল কন্টাক্ট লিস্টে কিছু নম্বর সেভ করা আছে। কিন্তু আপনি যদি এসব নম্বরের সঙ্গে তাদের ঠিকানা যুক্ত করে দেন, তাহলে গুগল ম্যাপে গিয়ে নতুন করে আর ঠিকানা লিখতে হবে না। শুধু সার্চ অপশনে তাদের নাম লিখলেই গুগল ম্যাপ তাদের ঠিকানা প্রদর্শন করবে। ফলে দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত গন্তব্য খুঁজে পাওয়া যাবে। শুধুমাত্র কন্টাক্ট নম্বর সেভ করা কিন্তু সেখানে ঠিকানা যুক্ত করা না থাকলে এ সুবিধা পাওয়া যাবে না। এবার জেনে নিই যেভাবে গুগল কন্টাক্ট লিস্টের নম্বর ব্যবহার করে গুগল ম্যাপ এই থেকে সুবিধা নেবেন। এর জন্য প্রথমে আপনার অ্যাড্রয়েড ফোনে গুগল অ্যাপ ওপেন করুন। এরপর সার্চ অপশনে গিয়ে ট্যাব করুন। সেখানে অ্যাড্রেস অপশনে ক্লিক করুন। এরপর লেবেল নামের একটি অপশন আসবে। সেখানে ক্লিক করুন। তারপর আপনার গুগল কন্টাক্ট লিস্ট থেকে যেকোনো একটি নাম লিখুন। তাহলেই আপনার গন্তব্য প্রদর্শিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct