ইতিহাস-ভূগোলকে জানতে ছাত্র-ছাত্রীদেরকে ভিন্নধর্মী পাঠ দেওয়া হচ্ছে বীরভূমের এক স্কুলে। সাধারণত ক্লাস রুমের ভিতরে বসে ইতিহাস ভূগোলের পাঠদান করা হয় ছাত্র-ছাত্রীদের। বইয়ের সাদা পাতায় কালো হরফের লেখা পড়ে শুধু মুখস্থ করে ছাত্র-ছাত্রীরা। এবার পাঠ্য বইয়ের পড়া ইতিহাস ও ভূগোলের বিষয়বস্তুকে ছাত্র-ছাত্রীদের সামনা সামনি দেখা ও উপলব্ধি করানোর বিষয়ে উদ্যোগ নিল বীরভূমের ইলামবাজার ব্লকের মনোহরপুর নাচনসাহা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেনির দুশো জন ছাত্র-ছাত্রীকে নিয়ে জয়দেব নিয়ে যাওয়া হয়। সেখানে অজয় নদীর উৎস, বর্তমান করুন অবস্হা, নদীর উৎপত্তি ও গতি বিষয়ে ছাত্র-ছাত্রীদের যেমন চোখের সামনে নদীকে দেখানো ও বোঝানো হয় তেমনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ঐত্যিহাসিক ভাবে প্রসিদ্ধ কবি জয়দেব স্মৃতি বিজড়িত প্রাচীন জয়দেব মন্দির, গীব গোবিন্দ বিষয়ে ছাত্র-ছাত্রীদের হাতে কলমে শিক্ষা প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষক দীপ্তেন্দু রায় জানান, রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন নামের প্রকল্প রয়েছে। যে প্রকল্পে নির্দিষ্ট কিছু বিদ্যালয় নথিভুক্ত হয়েছে। সেই প্রকল্প থেকেই এই মুক্ত শিক্ষার ব্যবস্থা। তিনি বলেন, সিলেবাসে যা পড়ছি, শিখছি তা ক্লাস রুমের বাইরে গিয়ে হাতে কলমে শিক্ষা গ্রহন করানোই উদ্দেশ্য। বিদ্যালয়ের দুশো ছাত্র-ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষক ডঃ প্রনব কুমার ভট্টাচার্য, ইলামবাজার উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের প্রাক্তন শিক্ষক তথা আঞ্চলিক ইতিহাসের গবেষক- লেখক সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিশ্বভারতীর ভুগোল বিভাগের অধ্যাপক নদী বিশেষজ্ঞ পরিবেশ কর্মী মলয় মুখোপাধ্যায় সহ ইতিহাস ও ভূগোল বিষয়ের উৎসুক ছাত্র-ছাত্রীরা এই মুক্ত শিক্ষন চর্চায় অংশগ্রহণ করেন। ইলামবাজার ব্লকের নাচনসাহা এলাকার বাসিন্দা মনোহরপুর নাচনসাহা উচ্চ বিদ্যায়ের দশম শ্রেণির ছাত্র সৌভিক খান, পিউ ঘোষ রা বলে, বিদ্যালয়ের এই এক্সপোজার ভিজিটে তারা খুশি। অনেক কিছু জানলাম, বুঝলাম। অজয় নদী ও জয়দেব মেলা দেখলেও
অজয় নদের উৎপত্তি মোহনার কথা জানা ছিলো না। এই এক্সপোজার ভিজিটে ছাত্র-ছাত্রীদের জানানো হয় একসময় অজয় নদ বীরভূম ও বর্ধমানের সঙ্গে জলপথের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিলো।
আঞ্চলিক ইতিহাস গবেষক সৌমেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রনব ভট্টাচার্য ছাত্র-ছাত্রীদের বোঝান, জয়দেবের শতাব্দী প্রাচীন টেরাকোটা মন্দির, ওই বিখ্যাত মন্দিরের ইতিহাস কিংবা কবি জয়দেব সম্পর্কে বা পোড়ামাটির কাজে প্রস্ফুটিত হয়ে থাকা পৌরাণিক বিষয়গুলি সম্পর্কে। এরকম অনেক অজানা তথ্য জানলো ছাত্র ছাত্রীরা। একটু ভিন্ন স্বাদের পাঠ নেওয়ার জন্যই জেলার দুশোরও বেশি স্কুলের পড়ুয়াদের ‘এক্সপোজ়ার ভিজিট’-এ পাঠানোর ব্যবস্থা করেছে সর্বশিক্ষা মিশন। যাতে পড়ুয়াদের একেবারে অন্য রকম অভিজ্ঞতা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct