বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলায় নিহত জঙ্গি ও ধ্বংস হওয়া জঙ্গি শিবিরের আসল চিত্র নিয়ে ধন্দ যাচ্ছে না। বায়ুসেনা যখন বলেছে তারা নিহতদের সংখ্যা গোনে না তখন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে দেখানো হয়েছে বায়ুসেনার হামলার আগের ছবি। আর একটিতে হামলার পরের ছবি। তিনি বোঝাতে চেয়েছেন হামলার পরের ছবিতে ধ্বংসের প্রমাণ স্পষ্ট।
গিরিরাজ সিং টুইটে যে ভিডিও পোস্ট করেছেন তা আবার বিভিন্ন টিভি চ্যানেল সম্প্রচার করেছে।
ভিডিওতে দেখানো হয় বালাকোটের দুটি স্যাটেলাইট চিত্র। একটি আগের ও একটি পরের। প্রথম চিত্রটি হামলার আগে ২৩ ফেব্রুয়ারি তোলা, আর দ্বিতীয় ছবিটি হামলার পরের ২৬ ফেব্রুয়ারিতে তোলা যাতে বোঝানোর চেষ্টা হয়েছে যে বায়ুসেনার হামলায় কত ক্ষতি হয়েছে।
তার ওই পোস্ট করার পর এক ব্রিটিশ মিডিয়া বলেছে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের পোস্ট করা ছবি ভুয়ো। এ নিয়ে ব্রিটিশ মিডিয়া বলছে, তারা অনুসন্ধান করে দেখেছে দ্বিতীয় ছবিটি বেশ কয়েক বছর আগে তোলা। ছবিটি নেওয়া হয়েছে ‘জুম আর্থ’ ওয়েবসাইট থেকে। এটি নাকি মাইক্রোসফটের বিং ম্যাপের স্যাটেলাইট ছবির ওয়েবসাইট। ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা পল নিভ ব্রিটিশ মিডিয়াকে জানিয়েছেন বলেছেন, এই ছবিটি বেশ কয়েক বছরের পুরনো। তাতে দেখা যাচ্ছে যে ভবনটির নির্মাণকাজ চলছে। তাই ওই ছবির সঙ্গে বিমান হামলা বলে চালানো অনর্থক।
পল নিভ আরো বলেন, দ্বিতীয় ছবিটি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে সার্চ করলে খুঁজে পাওয়া যায়। আর প্রথম ছবিটি এখনো গুগল আর্থে রয়েছে।
এর ফলে ফের প্রশ্নের মুখে পড়ল বিজেপি। কারণ তাদের মন্ত্রীর পোস্ট করা ছবি ভুয়ো বলে অভিহিত করল ব্রিটিশ মিডিয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct