অযোধ্যার মাটিতে মসজিদ গড়ে উঠুক চাইছেন স্থানীয় হিন্দুরাও। প্রয়োজনে তাঁরা জমি ছাড়তেও রাজি। একই সুরে সুর মিলিয়ে অযোধ্যার পুরোহিতরাও বলছেন অযোধ্যায় মসজিদ হোক। তবে তাঁদের একটি শর্ত রয়েছে।
স্থানীয় হিন্দুরা চান সেখানে মুঘল রাজা বাবরের মত জঙ্গির নামে মসজিদ না হয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড: এপিজে আবদুল কালামের নামে মসজিদ হোক। ড: এপিজে আবদুল কালাম প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক ছিলেন৷ রামমন্দিরের জায়গায় যদি কালামের নামে মসজিদ তৈরি হয়, তবে সেই মসজিদের জন্য জায়গা ছাড়তে কোনও আপত্তি নেই বলে জানান অযোধ্যার পুরোহিতরা।
ইণ্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাতকারে অযোধ্যার এক পুরোহিত জানান বাবর আক্ষরিক অর্থেই একজন জঙ্গি ছিলেন৷ তাই তাঁর নামের মসজিদ বানানোতে তাঁদের সমর্থন নেই৷ রাম জন্মভূমিতে তখনই মসজিদ হবে, যখন আবদুল কালামের নামে মসজিদ করার সিদ্ধান্ত নেওয়া হবে৷
এদিকে, আজ সু্প্রিম কোর্ট অযোধ্যা মামলার জন্য তিন জনের একটি কমিটি তৈরি করার নির্দেশ দেয়৷ কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে প্রাক্তন বিচারপতি খলিফুল্লাকে। কমিটির বাকি দুই সদস্য হলেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশংকর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চু। শীর্ষ আাদালত পরিস্কার জানিয়েছে, এই কমিটির কাজকর্ম কোনওভাবেই সংবাদমাধ্যম প্রকাশ করতে পারবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct