মাথায় চুল পেকে যাওয়ার নিদিষ্ট কোনও বয়স নেই। অনেকের মধ্যে অল্প বয়সেও চুল পাকতে দেখা যায়। সাধারণত মাথার চামড়ায় (ত্বকে) পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে চুল পাকতে পারে। এছাড়া হজমের সমস্যা বা লিভারের সমস্যা থাকলেও অকালে চুল পেকে যায়। অল্প বয়সে চুল পাকার ফলে অনেকেই অস্বস্তিতে বোধ করেন। তখন নিজের পাকা চুল বেছে তুলতে শুরু করেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এভাবে বেছে বেছে পাকা চুল তুললে চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। তখন নতুন চুল গজালে তা আগের তুলনায় রুক্ষ হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে নতুন চুল না-ও গজাতে পারে। এর ফলে অল্প বয়সে চুল পেকে গেলে সেই অস্বস্তি থেকে সাময়িক মুক্তি পেতে পাকা চুল না তোলার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। তারা বলছেন, পাকা চুলের অস্বস্তি থেকে সাময়িক মুক্তি পাওয়ার চেষ্টায় মাথায় টাক পড়ে যাওয়াটা সম্ভাবনা বেড়ে যায়।বরং চুল পাকা প্রতিরোধে প্রাকৃতিক উপায় অনুসরণ করা ভালো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct