আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে গুজরাত সরকার কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। অপেক্ষাকৃত ভালো ও দীর্ঘ মেয়াদি কৌশল হিসেবে আধুনিক পদ্ধতিতে জ্বালানির প্রতি মনযোগী হয়ে আগের পরিকল্পনা থেকে সরে এসেছে রাজ্য সরকার। গুজরাতের জ্বালানি মন্ত্রী চিমানভাই সাপারিয়া একথা জানিয়েছেন।গুজরাতে ৪০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-মেগা পাওয়ার প্রজেক্ট (ইউএমপিপি)এর পরিকল্পনা করেছিল গুজরাত সরকার। আর প্রস্তাবিত প্রকল্পটি ছিল গুজরাত রাজ্যের দ্বিতীয় ইউএমপিপি। তবে আচমকা সেই প্রকল্পটি বাতিল করে গুজরাত সরকার। তাদের মতে, রাজ্যে এখন যথেষ্ট পরিমাণে জ্বালানি সরবরাহ রয়েছে, অপেক্ষা দীর্ঘমেয়াদি কৌশল হিসেবে এখন নবায়নযোগ্য জ্বালানির কথা ভাবা হচ্ছে।
জ্বালানি মন্ত্রী চিমানভাই সাপারিয়া বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানিকে আমরা এখন গুরুত্ব দিচ্ছি। সরকার সৌর বিদ্যুৎকে উৎসাহিত করবে। নবায়নযোগ্য ও প্রচলিত জ্বালানির সংমিশ্রণে চলছে গুজরাতের বৈদ্যুতিক কার্যক্রম। নবায়নযোগ্য জ্বালানি নীতির বেশিরভাগেই সৌর বিদ্যুৎকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনেরও পরিকল্পনা করছে গুজরাত সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct