অযোধ্যার বাবরি মসজিদ রামজন্মভূমি মামলার অবসান ঘটাতে সুপ্রিম কোর্ট মধ্যস্থতাকেই প্রধান অবলম্বন বলে মনে করছে। শুক্রবার সুপ্রিম কোর্ট ফের বাবরি মসজিদ রামজন্মভূমি বিবাদ ঘোচাতে তিন জনের এক কমিটি তৈরির নির্দেশ দিয়েছে। ওই কমিটির উওয়ারে দায়িত্ব দেওয়া হয়েছে বিবাদমান পক্ষ বাবরি মসজিদ অ্যাকশান কমিটি, নির্মোহ আখড়া ও রামমন্দিরের রামলালা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে। এর জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএম কালিফুল্লাহর নেতৃত্বে তিনজনের যে কমিটি রয়েছে তাতে বাকি দুজন হলেন শ্রী শ্রী রবিশঙ্কর ও শ্রীরাম পাঁচু।
এদেরকে এক সপ্তাহের মধ্যে মাধ্যস্থতার কাজ শুরু করতে বলা হয়েছে। তারপর চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। আর এত সপ্তাহের মধ্যে সব শেষ করতে হবে।
রাজনৈতিক মহলের ধারণা, লোকসভা নির্বাচনের আগে এই বিবাদ সংক্রান্ত রিপোর্ট জমা পড়বে না। ফলে রাম মন্দির নির্মাণ নিয়ে বিশ্ব হিন্দু পসৃষদ, বজরং দল চাপ বাড়ালেও ভোটের আগে ব্যাকফুটে চলে যেতে পারে। কারণ এ নিয়ে সুপ্রিম কোর্টেরনির্দেশ এড়িয়ে কিছু করলে তাতে জনমানসে বিরূপ প্রভাব পড়তে পারে। সে ক্ষেত্রে বিজেপির ভোটব্যাঙ্কেরই ক্ষতির আশঙ্কা থাকতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct