পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। ভারত পুলওয়ামার যোগ্য জবাব দেয় বালাকোটে জঙ্গি শিবিরের নিশানা করে। তারপর থেকে সীমান্তে চরম উত্তেজনা। যুদ্ধ থেকে বাঁচতে পাকিস্তানের হাতে আটক ভারতীয় বায়ুসেনা অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিতে হয়। তবুও উত্তেজনা কমছিল না। পাক প্রধানমন্ত্রী মুখে যুদ্ধের বিরুদ্ধে বললেও যুদ্ধ বাধলে কিছু করার থাকবে না বলে উদ্বেগ সৃষ্টি করেছিলেন। তার ধারণা ছিল ভারত হয়ত যুদ্ধের পথেই যাবে। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই বলে মনে করছেন ইমরান খান। কারণ পাকিস্তানের সংসদে বুধবার ইমরান নিজেই মন্তব্য করেন,
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আপাতত কমে গেছে। সময় মতো এবং বিজ্ঞ সিদ্ধান্তের মধ্য দিয়ে যুদ্ধের হুমকি কেটে গেছে। যদিও ইমরান খান সীমান্তের পরিস্থিতি এখনও উত্তেজনাকর আছে, কিন্তু যুদ্ধের পরিস্থিতি আর নেই বলে তার তেহরিক এ ইনসাফ দলের সাংসদদের জানান।
পার্লামেন্ট হাউসে ইমরান খান পাকিস্তান তেহরিক এ ইনসাফের সাংসদদের সঙ্গে এক বৈঠকে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে দমন অভিযান চলছে। এটা পাকিস্তানের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়।
ইমরান বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমর্থন ও সহযোগিতা সফলতার সঙ্গে বেরিয়ে এসেছে এবং কার্যকরভাবে তা প্রদর্শন করা হয়েছে। বিশ্ব সম্প্রদায় আমাদের উদ্যোগ বা প্রচেষ্টাকে প্রশংসা করেছে।
ইমরান খান আরো বলেছেন, দেশের স্বার্থে বাস্তবায়ন করা হয়েছে ন্যাশনাল অ্যাকশন প্লান। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
ওই বৈঠকে পিটিআইয়ের সাংসদরা প্রধানমন্ত্রী ইমরানের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান যে অবস্থান নিয়েছেন তাতে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি ফুটে উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct