যে কোনো দেশের অনুপ্রবেশ রুখতে এবার কড়া মনোভাব নিচ্ছে। আকাশ পথে পাকিস্তানের যেকোনো প্রবেশকে রুখতে যেমন বায়ুসেনার কড়া নজরদারি চলছে, তেমনি স্থল পথে বাংলাদেশের যে কোনো অবৈধ প্রবেশ রুখতে বিশেষ ব্যবস্থা নীল ভারত। এবার অসম বাংলাদেশ সীমান্তের ধুবড়িতে দেওয়া হচ্ছে কাঁটা তারের বেড়া নয়, ইলেক্ট্রনিক বেড়া। কাশ্মীর সীমান্তের পর এবার বাংলাদেশ সীমান্তেও তাই ইলেকট্রিক সীমান্ত বেড়া নির্মাণ শুরু করেছে ভারত। মঙ্গলবার অসমের ধুবড়িতে এই প্রথম ইলেকট্রনিক বেড়ার সূচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
উদ্বোধনী অমুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ধারাবাহিকভাবে ভারত-বাংলাদেশ ও কাশ্মীর সীমান্ত জুড়ে ইলেকট্রনিক বেড়া তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে ৫ কিলোমিটার ইলেকট্রনিক বেড়া তৈরি করা হয়েছে। ইলেকট্রনিক বেড়া তৈরির মাধ্যমে আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গি তৎপরতা কমবে বলে স্বরাষ্ট্র দফতর মনে করছে। সরকারিভাবে এই ইলেকট্রনিক বেড়া দেওয়ার প্রকল্পের নাম দেওয়া হয়েছে বর্ডার ইলেক্ট্রনিক্যালি ডোমিনেটেড কুইক রেসপন্স টিম ইন্টারসেপশন টেকনিক। সংক্ষেপে একে বলা হয় বোল্ড-কিট (BOLD-QIT)।
অসমের ধুবড়ি সীমান্তে প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই ইলেকট্রনিক বেড়া দেওয়া হবে। এছাড়া নদী বেষ্টিত ধুবড়িতে জলের তলা দিয়ে ও মাটির নিচ দিয়ে বসানো হচ্ছে ‘ছোনার সেন্সর’ বা শব্দ বিষয়ক সেন্সর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct