পাকিস্তান মার্কিন জঙ্গি বিমান এফ ১৬ দিয়ে দিন কয়েক আগে ভারতের দুটি মিগ ২১ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছিল। এ দুটি বিমানের একজন পাইলটকেও তারা আটক করেছিল। কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যুদ্ধ ছাড়া এভাবে এফ ১৬ বিমান ব6অভার করা যায় না। তা নিয়ে আপত্তির কথা জানিয়েছিল ভারত। তা প্রমাণ হলে আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার কথা বলতেই ভল পাল্টে গেল পাকিস্তানের। পাকিস্তান এখন দাবি করছে তারা নাকি ভারতের মিগ ২১ বিমান ধ্বংস করতে এফ ২৬ জঙ্গিবিমান ব্যবহার করেনি।
মিডিয়ায় পাকিস্তান দাবি করেছে, ভারতের মিগ-২১ ভূপাতিত করতে পাকিস্তান চীনের নকশায় নিজেদের তৈরি জেএফ-১৭ ব্যবহার করেছিল। আগে অবশ্য দাবী করা হয়েছিল, ভারতের বায়ুসেনা পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে, যেটি কাশ্মিরে বিধ্বস্ত হয়।এদিন ইসলামাবাদ ভারতের এই দাবী পুরোপুরি প্রত্যাখ্যান করে জানায়, তারা এ অভিযানে কোনো বিমান হারায়নি। অন্যদিকে পাকিস্তান দাবি করে, তারা ভারতের দুটি মিগ-২১ বিমান বিধ্বস্ত করেছে। তাদের দাবির সমর্থনে ভারতের বিধ্বস্ত মিগ-২১ বিমানের ছবিও প্রকাশ করে। সিএনএনের রিপোর্টে বলা হয়েছে, সামরিক শিল্পে উন্নয়ন ঘটিয়ে চীনের সহায়তায় পাকিস্তান নিজেরাই জেএফ-১৭ যুদ্ধবিমান তৈরি করছে। এই পরিস্থিতিতে আমেরিকা পাকিস্তানের কাছে জানতে চায়, তারা ভারতে অভিযান চালাতে মাকিন যুক্তরাষ্ট্রের তৈরি কোনো বিমান ব্যবহার করেছে কি না? এটি হলে তা হবে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে এফ-১৬ বিমান বিক্রির চুক্তির লঙ্ঘন। এদিকে, সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের সাম্প্রতিক অভিযানে জেএফ-১৭ ব্যবহার করেছিল ইসলামাবাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct