পুলওয়ামায় সিআরপিএফ এর ওপর জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান উত্তেজনার ক্রমে বেড়ে চলেছে। এর মধ্যে ভারতে থাকা হাইকমিশনার সুহাইল মাহমুদকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এবার শোনা গেল, আগামী ১৪ মার্চ শিখ ভিজিটরদের জন্য কার্তারপুর করিডর চুক্তি নিয়ে আলোচনা করতে নয়া দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তারা কমব্যাট অপারেশন্স কমান্ড পর্যায়ে ভারতের সাথে সাপ্তাহিক আলোচনা অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। বালাকোটে হামলার জেরে গত ১৮ ফেব্রুয়ারি হাই কমিশনার প্রত্যাহার করেছিল তারা। ধারণা করা হচ্ছে, আগামী বছর আনুষ্ঠানিকভাবে কার্তারপুর করিডর উদ্বোধন করা হবে। করিডরটি পাকিস্তানের লাহোর থেকে উত্তরে ১২০ কি মি. দূরত্বে অবস্থিত। করিডরটি শুধু ভারতীয় শিখ যাত্রীদের জন্য। এরমাধ্যমে ভারতীয় শিখরা ভিসা ছাড়াই পাকিস্তানেসি শিখদের তীর্থভূমি পরিদর্শন করতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct