ফেসবুকের বিরুদ্ধে ভুয়ো অ্যাকাউন্ট, তথ্য পাচারের অভিযোগ আগেই ছিল। এবার সাইবার বিশেষজ্ঞদের মাথা ব্যাথা বাড়িয়ে দিয়েছে ফেসবুকে মৃতদের অ্যাকাউন্ট। এই ডিজিটাল প্ল্যাটফর্ম ঘিরেই মৃতদের অ্যাকাউন্টের ভিড়। সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় আট হাজারে। দিন দিন সেটা আরও বাড়ছে। একসময় জীবিতদের থেকেও ফেসবুকে মৃতদের প্রোফাইলে ভরে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।সাইবার বিশেষজ্ঞদের মতে, ফেসবুকে গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছে ২০০ কোটি। হোয়াটসঅ্যাপে ১৫০ কোটি, ইনস্টাগ্রামে প্রায় ৩৩ কোটি। হোয়াটস অ্যাপ ও ইনস্টাগ্রামের আলাদা প্রাইভেসি পলিসি রয়েছে, যেটা ফেসবুকের ক্ষেত্রে নেই। তাই কোন ফেসবুক গ্রাহকের যদি মৃত্যু হয়, তাহলে তাঁর অ্যাকাউন্ট একই রকমভাবে থেকে যায়। হয় তাঁর নিজের কোন আত্মীয় বা বন্ধু দখল করে নেয় সেই অ্যাকাউন্টের অথবা সেটা পুরোপুরি চলে যায় হ্যাকারদের কবলে। সমীক্ষা বলছে, বিশ্বজুড়ে অন্তত পাঁচ কোটি অ্যাকাউন্ট রয়েছে হ্যাকারদের দখলে। তার মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্টের গ্রাহকই মৃত। আপনার চোখকে স্বস্তি দেবে ফেসবুকের এই নতুন মোড
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct