পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলার পরবতীতে ভারতীয় বায়ুসেনাও গত ২৬ ফেব্রুয়ারি ১২টি মিরাজ যুদ্ধ বিমান নিয়ে পাল্টা হামলা চালায় পাকিস্তানে জৈশ-ই-মুহাম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য। সেই হামলায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ১০০০ কেজি বোমাবর্ষণ করে অন্তত ৩০০-র বেশি জঙ্গি খতম হয়েছে বলে দাবী করা হয়।তাতে নাকি জৈশ-ই-মুহাম্মদের প্রশিক্ষণ শিবির ‘মাদ্রাসা ভবন’ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।যদিও এদিন জানা গিয়েছে, বালাকোটে জৈশ-ই-মুহাম্মদের মাদ্রাসা ভবন এখনও অক্ষত অবস্থায় রয়েছে। হাই রেজ্যুলুশনের স্যাটেলাইট ছবিতে তা ধরা পড়েছে। আর সেই খবর প্রকাশ করেছে রয়টার্স। সান ফ্রান্সিসকোভিত্তিক বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাব ইনকর্পোরেটেডের গত ৪ মার্চ তোলা ছবি প্রকাশের পর বিড়ম্বনা বেড়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। প্ল্যানেট ল্যাব ইনকর্পোরেটেডের তোলা ছবিতে দেখা গিয়েছে, পাল্টা বিমান হামলা করে জৈশ-ই-মোহাম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করা হয়েছে, তার মধ্যে ৬টি ভবন অক্ষত অবস্থায় আছে। স্যাটেলাইটের মাধ্যমে তোলা নতুন ছবির সঙ্গে ২০১৮ সালের এপ্রিলে স্যাটেলাইট ছবিগুলোর তেমন কোনো পার্থক্য নেই।
(রয়টারের তোলা খবরের সঙ্গে সংশ্লিষ্ট এই ছবিটি দ্য ওয়ার ইন ওয়েব পোর্টাল থেকে সংগৃহীত)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct