ঢাকায় অনুষ্ঠিতব্য ‘ছবিমেলা’য় আন্তর্জাতিক বহু পুরস্কারপ্রাপ্ত ভারতীয় লেখিকা ও মানবাধিকার কর্মী অরুন্ধতীরায়কে বক্তৃতা দেওয়ার অনুমতি দিল না বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবারঢাকার কৃষিবিদইনস্টিটিউটঅডিটোরিয়ামেআয়োজিত ‘ছবিমেলা’য় ভারতীয়লেখকেরবক্তৃতা দেওয়ার কথা ছিল। এটিই ছিল অরুন্ধতি রায়ের প্রথম বাংলাদেশ সফর। তার বক্তৃতার ব্যাপারে ফেব্রুয়ারিরদ্বিতীয় সপ্তাহে অনুমতিদেওয়া হলেও সোমবারমাঝরাতে তাপ্রত্যাহারকরেনেয়পুলিশ।এব্যাপারেঢাকামেট্রোপলিটনপুলিশেরতরফেবলা হয়, ‘অনিবার্যকারণবশত’ অরুন্ধতীরায়েরবক্তৃতারঅনুমতিপ্রত্যাহারকরাহল। বাংলাদেশেরবিশিষ্ট চিত্রসাংবাদিকশাহিদুলআলমসে কথা ফেসবুকে জানানোয় সমালোচনার ঝড় ওঠে। ব্যাপক সমালোচনার মুখে পড়ে অরুন্ধতি রায়কে অন্য জায়গায় বক্তৃতার ব্যবস্থা করায় ঢাকা পুলিশ অবশ্য তাতে অনুমতি দিয়েছে।
ছবিমেলাহলএশিয়ায়সর্ববৃহৎআলোকচিত্রউৎসব।তাই বিশেষ উদ্যোগে ছবি মেলার স্থান বদলানোয় এবার ‘আউটমোস্ট এভরিথিং- অরুন্ধতী রায় ইন কনভার্সেশন উইথ শহিদুল আলম’ শীর্ষক বক্তব্য দেয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না অরুন্ধতি রায়ের উপর। অরুন্ধতীর। সেখানেইভারতীয়লেখকঅরুন্ধতীরায়েরবক্তৃতারআয়োজনকরাহয়েছিল।স্থান পরিবর্তন হওয়ার পর কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল কোনো প্রশ্নোত্তর পর্ব থাকবে না। সেলফি তোলা হবে না। পুরো অনুষ্ঠানটি ভিডিও করে রাখতে হবে। তবে, অরুন্ধতী রায় অনুরোধ করেছেন তার এই অনুষ্ঠানের যেন সরাসরি সম্প্রচার না করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct