বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হল হাইটেক শহর গুরুগ্রাম। বৃহত্তর দিল্লির এই শহর এখন বড় বড় কোম্পানির সদর দফতর। গুরুগ্রাম রয়েছে বহুজাতিক সংস্থার অফিস। সেই গুরুগ্রাম এখন বিশ্বের মধ্যে সবচেয়ে দূষণ যুক্ত শহর হিসেবে সামনে এল। বিশ্বের অন্যতম সমীক্ষা সংস্থা আই কিউএয়ার এয়ার ভিজ্যুয়াল অ্যান্ড গ্রিনপিস বিশ্বের বিভিন্ন শহরে দূষণ নিয়ে সমীক্ষা চালায়। তাতে প্রথম পাঁচ দূষিত শহরের তালিকায় এসেছে ভারতের চার শহর। প্রথমে গুরুগ্রাম থাকলেও দ্বিতীয় স্থান দিল্লির উপকন্ঠে থাকা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। কিন্তু ততৃতীয় স্থানে আছে পাকিস্তানের ফয়সালাবাদ শহর। আর চতুর্থ উত্তরপ্রদেশের ফরিদাবাদ ও পঞ্চম ভিওয়ানডি। ষষ্ঠ নয়ডা ও সপ্তম বিহারের পাটনা। তবে কলকাতা নিয়ে শোরগোল হলেও দূষণ যুক্ত শহর হিসেবে প্রথম দিকে নেই।
উল্লেখ্য, আন্তৰ্জাতিক এই সংস্থার সমীক্ষায় বিশ্বে যে প্রথম ৩০টি শহরের নাম উঠে এসেছে তার মধ্যে ভারতের ২২টি শহর রয়েছে। এছাড়া চিনের পাঁচটি, পাকিস্তানের দুটি ও বাংলাদেশের একটি শহর রয়েছে।