মার্কিন প্রেসিডেন্ট এবার হঠাৎই ভারত বিমুখ হয়ে উঠলেন। মার্কিন মুলুকে ব্যবসা বাণিজ্য করার জন্য এতদিন যে ছাড় দিত আমেরিকা তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। বর্তমানে মার্কিন মুলুকে কোনও রকম শুল্ক ছাড়াই ভারতের ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্যসামগ্রী বাণিজ্যের জন্য অবাধে প্রবেশ করতে পারে। সেই সুবিধা আর থাকবে না।
ভারতকে দেওয়া সব বাণিজ্যিক সুবিধাই প্রত্যাহার করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত সোমবার হোয়াইট হাউসকে জানিয়ে দিয়েছেন ট্রাম্প।
এই ভারত বিরোধী সিদ্ধান্তের কথা চিঠি লিখে মার্কিন কংগ্রেসকে জানিয়েও দিয়েছেন। চিঠিতে ট্রাম্প বলেছেন, ভারত এতদিন জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি) সুবিধা পেত। এখন তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
তবে কি কারণে তার এই সিদ্ধান্ত তার সাফাই দেন তিনি। এ ব্যাপারে বলেন,
ভারত সরকার এবং রাষ্ট্রসংঘের বিভিন্ন বিষয়কে পর্যবেক্ষণ করার পর তার এই সিদ্ধান্ত। তার ধারণা ভারতের বাজারে মার্কিনব্যবসার ক্ষেত্রে এ ধরনের সুবিধা মিলবে না। যদিও তার মতে, ভারত বাণিজ্যিক ক্ষেত্রে এখন অনেক উন্নত হয়েছে। তাই তাদের এই সুবিধা উপলব্ধ নয়। যদিও ভারত ন্যায়সঙ্গত কারণ দেখাতে পারলে ফের এই বাণিজ্যিক সুবিধা দেওয়া হতে পারে।
শুধু ভারত নয়, তুরস্ককে দেওয়া বাণিজ্যিক সুবিধাও প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের বিবাদের মধ্যে ট্রাম্প প্রশাসন ভারতের পাশে থাকলেও পাকিস্তানকে সন্তুষ্ট করতে ট্রাম্পের এই সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct