পুলওয়ামায় সিআরপিএফ জাওয়ান এর ওপর জঙ্গি হামলা হওয়ার পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক অনেক বেশি খারাপ হয়েছে। যার প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও। চলতি বছরে ইংল্যান্ডে শুরু হতে চলা ক্রিকেট বিশ্বকাপ থেকে পাকিস্তানকে সরিয়ে দেওয়ার পাশাপাশি সেই ম্যাচ বয়কটের কথা ও শোনা যায়। এর মাঝে ভারতের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে যায় । যে তালিকায় মোহালি, ধর্মশালা, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন সহ দেশের বেশিরভাগ ক্রিকেট অ্যাসোসিয়েশন ছিল। ইডেন গার্ডেন্সের ক্লাব হাউজেও রয়েছে ইমরান খানের পাশাপাশি বিভিন্ন পাক ক্রিকেটারদের ছবি। দেশের বিভিন্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন এর পাশাপাশি ইডেনে থেকেও পাকিস্তান ক্রিকেটার দের ছবি সরিয়ে দেওয়ার দাবি তোলে বিজেপি। এই দাবি নিয়ে ক'দিন আগে ইডেন গার্ডেন্স এর সামনে বিক্ষোভ দেখান রাজ্য বিজেপি নেতৃত্ব। পুলিশ অবশ্য সে বিক্ষোভ তুলে দেয়। ইডেনে পাল্লা দিয়ে বেড়ে যায় পুলিশি প্রহরা। ইডেনে পাকিস্তান ক্রিকেটারদের ছবি রাখা প্রসঙ্গে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে তাতে তিনি ব্যথিত। তবে সবার প্রতিবাদের ধরণ আলাদা। জঙ্গি হামলার কারণে তিনি বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করার দাবি তুললেও, ইডেন থেকে ইমরান খান দের ছবি সরানোর ব্যাপারে কোন প্রতিক্রিয়া জানাননি। তবে এদিন তিনি সাফ জানিয়ে দিলেন, ইডেন থেকে ইমরান খান সহ পাকিস্তান ক্রিকেটার দের ছবি সরানোর তার কোন পরিকল্পনা নেই। ওগুলো যেমন যেখানে আছে, সেখানেই থাকবে। তাঁর এহেন মন্তব্যে বেজায় চটেছেন রাজ্য বিজেপির নেতারা। সিএবি থেকে পাকিস্তান ক্রিকেটারদের ছবি না সরালে, তারাও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। প্রিন্স অফ ক্যালকাটা অবশ্য ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিলিয়ে ফেলতে নারাজ। এর জন্য কোন রাজনৈতিক দলের চাপের কাছেও মাথা নত করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct