কৃষিক্ষেত্রে অন্যতম কাজে লাগে ইউরিয়া। দেশে তেমন যোগান না থাকায় কৃষকদের সারের চাহিদা মেটাতে তাই ইউরিয়া আমদানি করতে হয় বিদেশ থেকে।ইউরিয়া হচ্ছে সারের অন্যতম উপাদান। এবার সেই দেশে ইউরিয়া আমদানির বিকল্প কী তা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি।আরএসএসের সদর দফর মহারাষ্ট্রের নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ‘মেয়র ইনোভেশন’পুরস্কার অনুষ্ঠানে হাজির হয়ে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেন, এখন আর বিদেশ থেকে ইউরিয়া আমদানি করার দরকার নেই। তার পরিবর্তে দেশের সর্বত্র মানুষের মূত্র সংরক্ষণ করলেই হবে। এর আগে গোমূত্র ব্যবহারের উপর জোর দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য। আরও একধাপ এগিয়ে নিতিন গড়করি মূত্র সংরক্ষণের কথা বললেন।তার মতে, জৈব সার হিসেবে মানুষের মূত্র ব্যবহার করা যেতে পারে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, মানুষের মূত্রের মধ্যে অ্যামোনিয়াম সালফেট ও নাইট্রোজেন পাওয়া যায়। তাই প্রাকৃতিক উপায়ে মানুষের মূত্র জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
যদিও বছর কয়েক আগে নিতিন গড়করি বলেছিলেন, নিজের মূত্র সংরক্ষণ করে রাখেন তিনি। এমনকি দিল্লিতে তার সাংসদ কোটায় পাওয়া বাংলোর বাগানে সার হিসেবে ব্যবহারও করে থাকেন। যদিও তিনি দাবি করেন এই মূত্র ব্যভহারে তার বাগানের ফলন ২৫ শতাংশ বেড়েছে। তবে, কৃষি বিজ্ঞানীরা পরীক্ষা করে মানুষের মূত্রকে জৈব সার হিসেবে উপযোগী মনে না করলেও নিতিন গড়করি কিন্তু ফলপ্রসূ বলে মনে করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct