মারাত্মক ঘূর্ণিঝড়ের কবলে পড়ল আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলের দুই প্রদেশ আলাবামা ও জর্জিয়া।
আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে এএফ-৩ ক্যাটেগরির ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৬৫ মাইল।
এই ঘূর্ণিঝড়ের দাপটে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে।
আলাবামার শেরিফ জে জোন্স মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুসহ পূর্ণবয়স্করাও আছেন।
তিনি বলেন, এই ঘটনায় মৃত্যু ছাড়াও বহু মানুষ গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
জানা গেছে, ঘূর্ণিঝড়ে দুই প্রদেশের নানা জায়গা গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আলাবামার বার্মিংহামের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের দাপট ছিল লি কাউন্টি শহরে। সেখানে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সমগ্র আলবামায় শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে ২৩ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct