তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তা প্রশস্ত করতে মসজিদের একটা অংশ ভেঙ্গে ফেলা হল উত্তরপ্রদেশের এলাহাবাদে।জানা গিয়েছে, হিন্দু তীর্থ যাত্রীদের সুবিধার জন্য যোগী সরকার রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। সে কাজে সাহায্য করতে স্থানীয় মুসলিমরাও নাকি এগিয়ে আসেন।কুম্ভ মেলার জন্য রাস্তা চওড়া করতে এই সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের।গত মঙ্গলবার নাকি মসজিদ ভাঙা হয়।
\r\n
আগামী বছর ১৫ জানুয়ারি প্রথম শাহি স্নান দিয়ে এলাহাবাদে শুরু হবে কুম্ভ মেলা। মেলা চলবে ৪৯ দিন ধরে। ৪ মার্চ শিবরাত্রির পর মেলা শেষ হবে। মেলা প্রস্তুতির খোঁজখবর নিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চলছে কুম্ভমেলার আগে রাস্তা চওড়া করার কাজও। সরকারি নির্দেশ আসার পর স্থানীয় মুসলিমরা নিজে থেকে মসজিদ ভেঙ্গে রাস্তার জন্য জায়গা ছেড়ে দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct