ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। ২-২ ব্যবধানে ড্র হওয়া এই সিরিজে ৩৯টি ছক্কা মেরেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। দ্বিপক্ষীয় সিরিজে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ছক্কার এই বিশ্বরেকর্ড এতোদিন দখলে রেখেছিলেন ভারতের রোহিত শর্মা। ২০১৩ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ম্যাচের সিরিজে ২৩টি ছক্কা মেরেছিলেন রোহিত। ওই সিরিজের শেষ ম্যাচে ২০৯ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তার ১৫৮ বলের ইনিংসে ১৬টি ছক্কা ছিল। ছক্কার বিশ্বরেকর্ড গড়া দ্বিপক্ষীয় সিরিজে, ৪ ইনিংসে ২টি করে সেঞ্চুরি-হাফসেঞ্চুরিতে ৪২৪ রান করেছেন গেইল। এটিও একটি রেকর্ড। পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct