নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহার মারা গিয়েছে। এই মুহূতে বিশ্বের প্রতিটি সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়েছে। যদিও পাকিস্তান সরকার এই খবরকে সত্যি কোনও বিবৃতি দেয়নি। যদিও খবরটি সঠিক বলে জানাচ্ছে ভারতের ইন্টিলিজেন্স।বিশেষ একটি সূত্র জানাচ্ছে, বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকে আহত হয়ে মারা গিয়েছে আজহার। পাশাপাশি অন্য তথ্য বলছে, মাসুদ আজহার বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় অসুস্থ ছিল। মূত্রাশয়ে সংক্রমণ হওয়ায় রাওয়ালপিণ্ডির সেনা হাসপাতালে তার ডায়লিসিস চলছিল। সেখানেই অবস্থার অবনতি হওয়ায় সে মারা গিয়েছে । এর আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি নিজে স্বীকার করেছেন, মাসুদ আজহার পাকিস্তানে রয়েছে। তবে সে খুব অসুস্থ। বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা নেই। একেবারে শয্যাশায়ী। তার চিকিৎসা চলছে। মূলত সেই স্বীকারোক্তির পর এই মুহূতে আজহারের মৃত্যুর খবরে হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct