মহারাষ্ট্রের নাসিকে ২৫ বছর আগে ১১ জনকে ধরা হয়েছিল জঙ্গি দমন আইন টাডা-য়। তাদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগ তুলে সে সময় গ্রেফতার অভিযানে বিশেষ ভূমিকা নিয়েছিলেন পুলিশ অফিসার দীপক যোগ। জঙ্গি অভিযোগে ধৃতদের টাডা আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। ধৃত এই ১১জন অবশ্য মুসলিম সম্প্রদায়ের।
বাবরি মসজিদ ধ্বংস পরবর্তী হাঙ্গামা ও জঙ্গি প্রশিক্ষণে অংশ নিয়েছে বলে অভিযোগের ভিত্তিতে টাডা আইনে গ্রেফতার করা হয়।
এদের মামলা চলে নাসিকের বিশেষ টাডা আদালতে। গত ২৭ ফেব্রুয়ারি নাসিকের বিশেষ টাডা আদালতের বিচারক এস সি খাটি ওই ১১জনকে উপযুক্ত প্রমাণের এভাবে বেকসুর খালাস বলে ঘোষণা করেন। পুলিশ চার্জশিটে তাদের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে যে প্রমাণ দিয়েছিল তা পর্যাপ্ত নয় বলে বিচারক ১১ জনকেই নির্দোষ ঘোষণা করেন।
এই ঘোষণার পর স্বাদটির নিশ্বাস ফেলেছেন ১১ জন বেকসুর খালাস হওয়াদের পরিবার।
যে ১১ যান মুক্তি পেয়েছেন তারা হলেন, মুর্তজা মির, জামিল আহমেদ আব্দুল্লাহ খান, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ ইসহাক, ফারুক নাজির খান, ইউসুফ গুলাব খান, আইয়ুব ইসমাইল খান, ওয়াসিমুদ্দিন শামসুদ্দিন, শফি শেখ, হারুন মুহাম্মদ বাফাতি ও মাওলানা আব্দুল কাদির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct