আপনার কেনা শখের স্মার্টফোনটি হারিয়ে গেলে স্বাভাবিকভাবে মন খারাপ হয়। কারণ, ফোনের সঙ্গে হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ তথ্যও। তবে সতর্ক থাকলে হারানো ফোন আবারও ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে। হারানো মোবাইলটি ফিরে পেতে আপনাকে সাহায্য করবে গুগল ম্যাপ। আইফোনের 'ফাইন্ড মাই ফোন' ফিচারের মতো অ্যান্ড্রয়েডেও চালু হয়েছে 'ফাইন্ড ইউর ফোন' অপশন। যদি আগে থেকেই ফোনে গুগল ম্যাপ সার্ভিস চালু করা থাকে তাহলে এই অপশনের মাধ্যমে ফোনটি কোথায় আছে তা ট্র্যাক করে যাবে। অপশনটি চালু অবস্থায় সংশ্নিষ্ট হ্যান্ডসেটটি হারিয়ে গেলে অন্য ফোনের মাধ্যমে ডিভাইসটি খুঁজে পেতে সহায়তা নেওয়া যাবে। অন্য যে কোনো ফোনের মাধ্যমে হারিয়ে যাওয়া হ্যান্ডসেটটির অবস্থান ট্র্যাক করা যাবে ওই পদ্ধতির মাধ্যমে।আপনার স্মার্টফোনটি ট্র্যাক করতে একটি স্মার্টফোন অথবা কম্পিউটার। তাতে থাকতে হবে ইন্টারনেট কানেকশন। হারিয়ে যাওয়া ফোনটিতে যে মেইল দিয়ে লগ ইন করেছিলেন তার আইডি ও পাসওয়ার্ড মনে রাখতে হবে। মোবাইল হারিয়ে গেলে প্রথমে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে 'ফাইন্ড মাই ডিভাইস-এ প্রবেশ করুন। হারিয়ে যাওয়া ফোনটিতে থাকা মেইল দিয়ে এখানে আবার লগইন করুন। ডান পাশের প্রথম ওপরের অপশনে ক্লিক করুন। 'ইউর টাইমলাইন' অপশন সিলেক্ট করুন। যে তারিখের লোকেশন দেখতে চান সেটি লিখুন। এরপর ম্যাপে আগের লোকেশনসহ বর্তমান লোকেশন ভেসে উঠবে। ফিচারটি সঠিকভাবে কাজ করার অন্যতম শর্ত হল, ডিভাইসটিতে চালু থাকতে হবে 'লোকেশন সার্ভিস অন'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct