যারা মোবাইল অ্যাপস ব্যবহার করে অনলাইন লেনদেন করেন তারা সাবধান। কিছূ কিছু অ্যাপস আছে যেগুলি ইনস্টল করলে আপনার অনলাইন ব্যাঙ্কিং তথ্য চুরি যেতে পারে। আর তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হয়ে যেতে পারে।তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে। তাতেও কমছে না অনলাইন জালিয়াতি।
গত ১৪ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক এ ব্যাপারে ব্যাংক জালিয়াতি করা অ্যাপস থেকে সাবধান থাকার কথা জানিয়েছে।সতর্ক করা হয়েছে সমস্ত ব্যাঙ্ক ও গ্রাহকদেরকে।জানা গেছে, ২০১৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৯ সালের জানুয়ারি মাস অবধি ইউপিআই প্ল্যাটফর্ম থেকে ৩৮৮ কোটি টাকা লেনদেন হয়েছে। নয়ডাভিত্তিক এক ইউপিআই ব্যবহারকারিী জানিয়েছেন, গত ডিসেম্বরে এসবিআই থেকে ৬.৮ লক্ষ টাকা গাযেব হয়ে গেছে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে অ্যাপস থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। ওই অ্যাপসের ধর্ম হচ্ছে ইনস্টল করার সময় সে মোবাইল ব্যবহারকারীর সকল কনট্যাক্ট, ইউসার নেম প্রর্ভৃতি অ্যাকসেস করার অনুমতি চাইতে পারে। অ্যাপসের এই নোটিফিকেশনে হ্যাঁ বললেই ব্যাস। আপনার মোবাইলে থাকা যাবতীয় তথ্য তাদের হাতের মুঠোয় চলে যাবে। তখন আর কিছু করার থাকবে না।
তবে, ওই লোক ঠকানো অ্যাপসের নাম জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক। ওই জালিয়াতি অ্যাপসের নাম হল এনি ডেস্ক (AnyDesk)। তবে কোন কোন অ্যাপস এই রকম জালিয়াতি করে তা জানান দিতে অভিযোগ করতে পারেন www.iamcheated.com ওয়েবসাইটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct