যে কোনও মানুষের ভোটে দাঁড়ানোর দিন শেষ। আগামী লোকসভা নির্বাচনে কোনও প্রার্থী হতে গেলে নির্বাচন কমিশনের যে নিয়ম তাতে অনেকের শিকেয় উঠতে পারে বোটে দাঁড়ানো।কারণ, নতুন নিয়ম।
শুধু টাকা থাকলেই আর ভোটে লড়া যাবে না। এবার থেকে যিনি প্রার্থী হবেন তাকে হলফ নামার সঙ্গে জমা দিতে হবে গত পাঁচ বছরের আয়কর রিটার্ন।শুক্রবারএক কর্মশালায়এই নতুন নিয়মের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।
শুধু পাঁচবছরের আয়কর জমা দেওয়া নয়, এবার থেকে প্রার্থীর বিরুদ্ধে কোনও মামলা থাকলে তাও জানাতে হবে ঘোষণা দিয়ে।আর সাজা খাটলেও সেকথাও জানাতে হবে।
নির্বাচনে অঢেল খরচের ব্যাপারেও সতর্কবাণী রয়েছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটরে প্রচারে জন্য সর্বাধিক ৭০ লক্ষ টাকা খরচ করা যাবে। তবে, ১০ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে অনলাইন অথবাচেকে তা প্রদান করতে হবে।অনুদানের ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি। ২০ হাজার টাকার বেশি টাকা অনুদান নিলে তার তথ্য জমা দিতে হবে নির্বাচন কমিশনে। নচেৎ, তার প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct