ভারতীয় বিমানবাহিনীর হামলার যোগ্য জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। জানিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। আগামী ৭২ ঘণ্টা পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। এর ফলে আগামী তিনদিনে কী ঘটবে তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, ‘আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি যুদ্ধ হয় তাহলে এটাই হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ।’ এদিকে, ভারত-পাকিস্তান হামলা পাল্টা হামলার জেরে ইসলামাবাদ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল। এই ঘোষণার পর নয়াদিল্লি থেকে প্রায় ৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। পাকিস্তানের ওপর দিয়ে যেতে পারছে না ভারতের কোনও বিমান। এতে বিপাকে পড়েছেন নিয়মিত যাত্রীরা। ভারতে এয়ার কানাডা তাদের বিমান বাতিল করেছে । থাই এয়ারওয়েজ ভারত থেকে ইউরোপে চালানো ফ্লাইটগুলো বন্ধ রেখেছে। এছাড়া বন্ধ রয়েছে, কাশ্মীরের লেহ, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, পাঞ্জাবের অমৃতসর, দেরাদুনসহ বেশ কয়েকটি বিমানবন্দর। বাতিল হয়েছে লাহোর, মুলতান, ফয়সালাবাদ, শিয়ালকোট এবং ইসলামাবাদের সব ফ্লাইট ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct